মুম্বই, ১ এপ্রিল : ১৬ এপ্রিল সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিককে নিয়ে আমেদাবাদে বৈঠক ডাকল বিসিসিআই। সেদিন সেখানে আইপিএলের ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস।
দশটি ফ্র্যাঞ্চাইজি কর্ণধারকে বৈঠকে ডাকা হলেও ফ্র্যাঞ্চাইজি কর্তারা সিইও এবং অপারেশনাল টিমকেও সঙ্গে আনতে পারেন। বিসিসিআইয়ের তরফে উপস্থিত থাকবেন রজার বিনি, জয় শাহ এবং অরুণ ধুমল। এঁরা যথাক্রমে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও আইপিএল কমিটির চেয়ারম্যান।
আরও পড়ুন-রাজধানীতে কমিশনে অভিযোগ তৃণমূলের
জানা গিয়েছে আগামী বছরের আইপিএল নিয়েই বৈঠকে কথাবার্তা হবে। মূলত আলোচনা হবে আগামী বছর নিলামের আগে একেকটি ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে সেটা নিয়ে। আইপিএলের একটি অংশ চায় রিটেনশন বাড়াতে। অন্তত আটজনকে রেখে দেওয়ার নিয়ম চায় তারা। কিন্তু আরেকটি অংশের দাবি, এই রিটেনশন যত ছোট আকারের হয় ততই ভাল।
এছাড়া রাইট টু ম্যাচ কার্ড নিয়েও বৈঠকে আলোচনা হবে। এই ব্যাপারটা আগে থাকলেও ২০২২-এর নিলামে অদৃশ্য ছিল। বৈঠকে কথা হতে পারে স্যালারি ক্যাপ নিয়েও। তবে এটা সবসময় আলোচনার মধ্যে থাকে। শেষবার যখন মিনি নিলাম হয়েছে, তখন এর সীমা ছিল ১০০ কোটি। কিন্তু এবার স্যালারি ক্যাপ কিছুটা বাড়তে পারে বলে শোনা যাচ্ছে।