প্রজ্ঞারা অভিজ্ঞতায় পিছিয়ে আছে: আনন্দ

বুধবার থেকে টরন্টোয় শুরু হচ্ছে ফিডে ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্ট।

Must read

নয়াদিল্লি, ১ এপ্রিল : বুধবার থেকে টরন্টোয় শুরু হচ্ছে ফিডে ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্ট। তিন তরুণ ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ এবং বিদিত গুজরাটি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। তাঁদের লড়তে হবে বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে। যিনি এই টুর্নামেন্ট জিতবেন, তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ বলছেন, ‘‘প্রজ্ঞারা প্রতিভাবান। কিন্তু অভিজ্ঞতায় অনেকটাই পিছিয়ে থাকবে। ওরা তিনজনই এই প্রথমবার ক্যান্ডিডেটস দাবায় অংশগ্রহণ করছে। এটা ওদের জন্য অভিজ্ঞতা সঞ্চয়ের মঞ্চ। তাই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে না ভেবে ওরা বরং নিজেদের খেলা উপভোগ করুক। আর যদি খেলতে খেলতে সুযোগ এসেই যায়, তাহলে ঝাঁপাক। কিন্তু শুরু থেকেই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবলে, নিজেদেরই চাপে ফেলে দেবে।’’

আরও পড়ুন-ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে ১৬ই বৈঠক, নজর ২০২৫ আইপিএলে

আনন্দ আরও বলেছেন, ‘‘আমাদের তিন দাবাড়ুর কাজ হবে, টুর্নামেন্টের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে যতটা দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া। প্রজ্ঞারা অতীতে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুদের বিরুদ্ধে সাফল্য পেয়েছে। কিন্তু ক্যান্ডিডেটস দাবার ব্যাপারটাই অন্যরকম। তাই মানসিকভাবে ওগের সেরা জায়গায় থাকতে হবে।’’

Latest article