প্রতিবেদন : রাজ্যে আমের ফলন বাড়াতে সরকার প্রতি বছরের মতো এবারও চাষিদের মধ্যে আমের চারা বিতরণ করবে। বিভিন্ন প্রজাতির আমের উৎপাদন বাড়াতে উদ্যান পালন দফতর এবছর আট প্রজাতির আমের চারা বিতরণের সিদ্ধান্ত দিয়েছে। জুন মাসে বর্ষা শুরু হওয়ার আগে ১২ লক্ষ আমের চারা বিতরণ করা হবে। উদ্যান পালন দফতর সূত্রে জানা গেছে, প্রতিবছর আমচাষিদের সাধারণত মল্লিকা এবং আম্রপালি প্রজাতির আমের চারা দেওয়া হয়।
আরও পড়ুন-লিগ-শিল্ড জয়ের আশা ছাড়ছে না মোহনবাগান
অল্প জায়গায় অধিক ফলনশীল ওই সব আমের চারার পাশাপাশি এবার আমচাষিদের আরও ৬ রকমের আমের চারা দেওয়া হবে। যার মধ্যে হিমসাগর, ল্যাংড়ার মতো বিখ্যাত আমের সঙ্গে থাকছে আলফানসো, দোফলা, গোলাপখাসের মতো আমের চারাও।
রাজ্যে বর্তমানে ৪০০-র বেশি প্রজাতির আম উৎপাদন হয়। কলকাতার বাজারে অবশ্য আট দশটির বেশি প্রজাতির আম মেলেনা। ফলে শহরের মানুষ এই সব আমের স্বাদ থেকে বঞ্চিতই থেকে যান। সেকারণেই এবার রাজ্য সরকার নানা প্রজাতির আমের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছে। যে কারণে আম চাষীদের মধ্যে বিভিন্ন প্রজাতির আমের চারা বণ্টনের সিদ্ধান্ত।