লিগ-শিল্ড জয়ের আশা ছাড়ছে না মোহনবাগান

টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর, ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে হার। আর তাতেই মোহনবাগানের লিগ-শিল্ড জয়ের স্বপ্নে জোরালো ধাক্কা লেগেছে

Must read

প্রতিবেদন : টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর, ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে হার। আর তাতেই মোহনবাগানের লিগ-শিল্ড জয়ের স্বপ্নে জোরালো ধাক্কা লেগেছে। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত আইএসএলের দ্বিতীয় স্থানে রয়েছে বাগান। যা পরিস্থিতি, তাতে লিগ তালিকার শীর্ষে থেকে লিগ-শিল্ড জেতার জন্য শেষ তিন ম্যাচ জিততেই হবে দিমিত্রি পেত্রাতোসদের।

আরও পড়ুন-প্রজ্ঞারা অভিজ্ঞতায় পিছিয়ে আছে: আনন্দ

সামনে যে কঠিন লড়াই, সেটা মেনে নিয়েও আশা ছাড়ছেন না মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। আন্তোনিও হাবাস অসুস্থ থাকায় চেন্নাইয়িন ম্যাচে পেরেজ-ই ছিলেন কোচের দায়িত্বে। তিনি বলছেন, ‘‘লিগ-শিল্ড জয়ের পথটা অবশ্যই কঠিন হল। তবে আমাদের হাতে এখনও তিনটে ম্যাচ রয়েছে। এই তিনটে ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেলে শীর্ষে থেকে লিগ শেষ করতে পারি। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।’’

আরও পড়ুন-ইডেনে রাজস্থান ম্যাচ অনিশ্চিত

শনিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে মোহনবাগানের। পরের দুটো ম্যাচ যথাক্রমে বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। মুম্বই আবার ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বরে রয়েছে। পেরেজের বক্তব্য, ‘‘দল হিসাবে আমাদের আরও উন্নতি করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। হারের দায় কোনও এক বা দু’জনের নয়, গোটা দলের। তাই গোটা দলকেই উন্নতি করতে হবে।’’ চেন্নাইয়িন ম্যাচের হারের কারণ সম্পর্কে পেরেজ বলছেন, ‘‘অনেক দিন পর ফুটবলাররা কোনও ম্যাচ খেলল। তাই ওদের খেলায় জড়তা ছিল। আমি কোনও অজুহাত দিতে চাই না। তবে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিজেদের হাতে নিতে ব্যর্থ হয়েছি।’’

Latest article