প্রতিবেদন : কেন্দ্রের ক’জন অফিসারকে (Officers) নির্বাচন চলাকালীন সরানো হয়েছে? আইপিএস সৌম্য রায়কে বদলি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপির ফুসমন্তরে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানো হল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রর স্বামী আইপিএস সৌম্য রায়কে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) পদ থেকে তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। খবর পেয়ে চালসা থেকেই কমিশনের একচোখামি নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে নেত্রীর প্রশ্ন, স্ত্রী বিধায়ক বলে কি স্বামী অফিসার থাকতে পারবে না? কোন খাতায় লেখা আছে এই নিয়ম?
আরও পড়ুন- আল শিফা হাসপাতালকে ধ্বংসস্তূপ বানাল ইজরায়েল
মঙ্গলবার আইপিএস সৌম্য রায়কে তাঁর পদ থেকে সরিয়ে ওই পদের জন্য নতুন আরও তিনজনের নাম পাঠাতে বলা হয়েছে রাজ্যকে। কিন্তু স্ত্রী বিধায়ক বলে বারবার কেন বদলি করা হবে ওই অফিসারকে (Officers)? এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল লাভলি মৈত্রকে প্রার্থী করলে বিজেপির অঙ্গুলিহেলনে তাঁর স্বামীকে বদলি করা হয়। এদিন চালসায় একটি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, আপনি চিকিৎসক হলে আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারবেন না? কিংবা স্ত্রী অধ্যাপক হলে স্বামী ভোটে দাঁড়াতে পারবে? এ আবার কী কথা? বিজেপি যা বলবে, তাই শুনতে হবে? বিজেপির দালালির চোটে একটা ভাঁওতাবাজ সরকার তৈরি হয়েছে। শুধু মিথ্যা কথা বলে।
নেত্রীর সাফ বক্তব্য, এটা তো রাজ্যের ভোট নয়। তাহলে রাজ্যের অফিসারকে কেন বদলি করা হবে? কেন্দ্রের ভোটে নিরপেক্ষতা কোথায়? আমরা কিছু করলেই দোষ, আর ওঁদের বেলায় নন্দ ঘোষ। ইডি-সিবিআইয়ের ক’টা অফিসারকে বদলি করা হয়েছে? তিনি আরও বলেন, আমি কমিশন নিয়ে কিছু বলব না, আমি সুবিচারের কথা বলব। বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে কত কেস, কোন কেসটা নেই? তা সত্ত্বেও ক’জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে?