প্রতিবেদন : শুক্রবার ৫ এপ্রিল থেকেই শুরু হল ভোটগ্রহণ। প্রথম দফার জন্য বাড়ি গিয়ে ভোটগ্রহণ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। প্রথম দফা অর্থাৎ ১৯ এপ্রিল রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট রয়েছে। ৮৫-র বেশি বয়সি প্রবীণেরা, অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি এবং পুলিশ, দমকল, রেলকর্মী প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার পেশার লোকজন এই সুযোগ পাবেন।
আরও পড়ুন-সুচিত্রায়ন
রাজ্যে সিইওর দফতর জানিয়েছে, কোচবিহারে ২ হাজার ২৯২ জন প্রবীণ, ৭৬১ জন বিশেষভাবে সক্ষম এবং ১, ৬৯১ জন জরুরি পরিষেবার কর্মী মিলিয়ে মোট ৪৭৪৪ জন এই সুযোগ পাবেন। একই সঙ্গে ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকা ভোটারদের এবং পুলিশ, দমকল, রেলকর্মী প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ভোটারদেরও প্রবীণ ভোটারদের পাশাপাশি অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি এবং পুলিশ, দমকল, রেলকর্মী প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ভোটারদেরও ভোট গ্রহণ এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। তাঁরা প্রত্যেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোচবিহার লোকসভা কেন্দ্রে ২২৯২ জন প্রবীণ, ৭৬১ জন বিশেষভাবে সক্ষম এবং ১৬৯১ জন জরুরি পরিষেবার কর্মী-সহ মোট ৪৭৪৪ জন এই বিশেষ পদ্ধতিতে ভোটদানের সুযোগ পাবেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ১৯১১ জন প্রবীণ, ৯৬২ জন বিশেষভাবে সক্ষম এবং ২৬৬ জন জরুরি পরিষেবার কর্মী সহ মোট ৩১৩৯ জন এই সুযোগ পাবেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে ২৪৮৬ জন প্রবীণ, ১৩২৩ জন বিশেষভাবে সক্ষম এবং ৩০৫ জন জরুরি পরিষেবার কর্মী সহ মোট ৪১১৪ জন এই সুযোগ পাবেন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ব্যালটে এই ভোটগ্রহণ করা হবে।