সংবাদদাতা, বনগাঁ : সিএএ নিয়ে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শান্তনু ঠাকুর ও বিজেপি। মতুয়ারা বুঝতে পেরেছেন, তাঁদের ভাঁওতা দিচ্ছে বিজেপি। তাই তাঁরা কেন্দ্রের শাসকদের বিরুদ্ধে পথে নেমেছেন। শনিবার হরিচাঁদ ঠাকুরের ২১৩তম আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ৭০তম বারুণী মেলায় যোগ দিয়ে এই ভাষাতেই বিজেপির শান্তনুকে তীব্র আক্রমণ করলেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।
আরও পড়ুন-পেরিয়ে গেল ছ’শো ঘণ্টা, শ্বেতপত্র প্রকাশে হাঁটু কাঁপছে বিজেপির
পাশাপাশি ভক্তদের সঙ্গে কামনাসাগরে পুণ্যস্নান করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জয় প্রার্থনা করলেন তিনি। বলেন, গত লোকসভায় বাংলা থেকে ১৮টি আসন জিতেছিল বিজেপি। ফলে বাংলার উন্নয়ন আটকে গিয়েছে। বাংলাকে বঞ্চিত করে ১০০ দিনের টাকা, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। এরা বাংলা বিরোধী। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এদিন কয়েক লক্ষ মতুয়া পুণ্যার্থী বারুণী মেলায় অংশ নেন। মেলাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।