পেরিয়ে গেল ছ’শো ঘণ্টা, শ্বেতপত্র প্রকাশে হাঁটু কাঁপছে বিজেপির

একশো দিনের খাতে হোক কিংবা আবাসে, কোথায় কত টাকা দিয়েছেন প্রকাশ করুন। ক্যামেরার সামনে মানুষকে ভুল বোঝাচ্ছেন। জুমলা প্রতিশ্রুতি দিচ্ছেন।

Must read

প্রতিবেদন : পেরিয়ে গিয়েছে ৬০০ ঘণ্টা এখনও পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি জুমলা পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে এখনও পর্যন্ত গ্রহণ করতে গিয়ে রীতিমতো হাঁটু কেঁপে যাচ্ছে গেরুয়া শিবিরের। রাজ্যে বারবার প্রধানমন্ত্রী এলেও শ্বেতপত্র কিছুতেই প্রকাশ করতে পারছেন না তিনি। আর এই নিয়েই শনিবার ফের একবার ব্রাত্য বসুর নিশানায় কেন্দ্র। এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একযোগে বিজেপিকে তুলোধোনা করেন।
এদিন রাতে বসু বলেন, ৬০০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বিজেপি। উত্তর দিন আপনারা, প্রমাণিত হোক তৃণমূল ভুল আর ওরা ঠিক। কেউ চ্যালেঞ্জ নিচ্ছেন না কেন। একশো দিনের খাতে হোক কিংবা আবাসে, কোথায় কত টাকা দিয়েছেন প্রকাশ করুন। ক্যামেরার সামনে মানুষকে ভুল বোঝাচ্ছেন। জুমলা প্রতিশ্রুতি দিচ্ছেন।

আরও পড়ুন-ওষুধ খেয়ে মানুষ মরুক, বন্ডে ওদের পকেট ভরুক

এরপরেই ব্রাত্যর কটাক্ষ, বাংলার নেতারা প্রধানমন্ত্রীকে ভুল বোঝাচ্ছে। আগের বার বলেছিল ২০০ আসন পাবে, এবারে ১০ পার হবে কি না সন্দেহ রয়েছে।
অপরদিকে কেন্দ্রীয় এজেন্সি নিয়েও তোপ দেগেছেন ব্রাত্য। তাঁর টিপ্পনি, এবার সরকার ফেলার জন্য ‍‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) ব্যবহার করবে। কেন্দ্রীয় এজেন্সিগুলি এখন কেন্দ্রীয় সরকার নয়, নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।
এদিকে ভূপতিনগরের ঘটনায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ভূপতিনগর যাচ্ছেন।

আরও পড়ুন-নেতৃত্বে অমিত মিত্র, গঠিত হল ১২ সদস্যের ইস্তাহার কমিটি

কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে কতটা সর্বাত্মকভাবে রয়েছেন তার আরও একটি তথ্য-প্রমাণ তুলে ধরেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তৃণমূলের থিম সং। শেষ তিনদিনেই এই গান এক কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে।

Latest article