রাজধানীতে প্রতিবাদ আরও জোড়ালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল দল। এই কারণে শাহের পুলিশের কোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতাদের। সোমবার রাতভর দিল্লির মন্দির মার্গ থানাতে আটকে ছিলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তবে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ, আন্দোলনে শামিল আম আদমি পার্টি (TMC-AAP)।
এদিন সকালে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সাকেতদের সঙ্গে দেখা করতে আসেন আপের (TMC-AAP) মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, দেশে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আদর্শ আচরন বিধি লাগু হয়েছে। এরমধ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিরোধীদের অপর চাপ সৃষ্টি করছে। বিরোধীরা যাতে ঠিকঠাকভাবে না প্রচার করতে পারে তার জন্য ইচ্ছাকৃত নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করতে গেলেন তখন তাঁদের আটক করা হল। এদিকে কনৌট প্লেসে বিজেপি নেতৃত্ব প্রতিবাদ করছে যেখানে কোনও জমায়েত করার নিয়ম নেই। সেখানে তো শাহের পুলিশ বিজেপি নেতাদের ছুঁতেও পারেনি। আর তৃণমূল নেতারা শান্তিপূর্ণ অবস্থান করার পরও তাঁদের আটক করা হল।
আরও পড়ুন- বিষাক্ত ক্ষীর খেয়ে আইসিইউতে হাফিজ সইদ
ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে গত শনিবার গ্রামে তল্লাশি চালিয়ে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। বিজেপির নির্দেশে এজেন্সি এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটের আগে গেরুয়া শীবিরের অঙ্গুলিহেলনেই তৃণমূল এজেন্টদের গ্রেফতার করছে এজেন্সির কর্তারা। এই পরিস্থিতিতে ৪ কেন্দ্রীয় এজেন্সির মাথাদের অপসারণ চেয়ে গতকাল কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ডেরেকরা। সেখান থেকে বেরিয়ে ২৪ ঘণ্টার ধরনা কর্মসূচির কথা ঘোষণা করেন দোলা সেন। শান্তিপূর্ণ অবস্থানের পরেও সেখানে শাহের পুলিশ নির্লজ্জভাবে তৃণমূল নেতাদের সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় দিল্লির মন্দির মার্গ থানায়। অভিযোগ, প্রায় সারা রাত তৃণমূল নেতাদের আটক করে রাখা হয় থানাতেই। পরে ছেড়ে দেওয়া হলে থানার বাইরেই অবস্থানে বসেন দোলা সেন, শান্তনু সেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিক ঘোষ, অর্পিতা ঘোষ সহ ১০ জনের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত অবস্থান চলবে। কমিশনের বাইরে অবস্থান করতে পারিনি, থানাতেই কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন দোলা সেন।