বিষাক্ত ক্ষীর খেয়ে আইসিইউতে হাফিজ সইদ

অচেনা ব্যক্তির হাতে ক্ষীর খেয়ে বিষক্রিয়ার ফলে হাসপাতালে ভর্তি হল ২৬/১১ হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদ (Hafiz Saeed)

Must read

অচেনা ব্যক্তির হাতে ক্ষীর খেয়ে বিষক্রিয়ার ফলে হাসপাতালে ভর্তি হল ২৬/১১ হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদ (Hafiz Saeed)। আপাতত পাকিস্তানে এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আইসিইউয়ে লড়াই করছে তিনি। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয় কোন ব্যক্তি তাঁর ক্ষীরে বিষ মিশিয়ে দেন। পাক সংবাদমাধ্যম এর বেশ কিছু প্রতিবেদন থেকে এটাই স্পষ্ট যে কড়া নিরাপত্তার মধ্যে সইদকে হাসপাতালে রেখেছে পাক প্রশাসন।

আরও পড়ুন-অভিষেকের চাপের মুখে নতিস্বীকার, সিংকে দিল্লিতে তলব করল এনআইএ

মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিস সইদকে ২০০৮ সালে রাষ্ট্রপুঞ্জ ‘আন্তর্জাতিক জঙ্গি’ বলে ঘোষণা করে। ভারতীয় গোয়েন্দা থেকে ইন্টারপোল, সইদকে পেতে সকলেই চেষ্টা করেছে। যদিও প্রথম থেকেই জানা গিয়েছিল পাকিস্তানে আছেন তিনি। পরে রাষ্ট্রপুঞ্জও সেই জল্পনাকে সিলমোহর দেয়। ২০২০ সাল থেকে পাকিস্তানে তিনি সেই কথা জানিয়ে দেওয়া হয়। ভারত থেকে পাকিস্তানের কাছে সইদের প্রত্যার্পণের দাবি করা হয়। যদিও সেই বিষয়ে ইসলামাবাদ রাজি হয়নি। আইনের প্রতিবন্ধকতাকে ‘অজুহাত’ হিসাবে দেখিয়েছে তারা।

Latest article