রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার (BP Gopalika) মেয়াদ বাড়াতে কেন্দ্রের কাছে আবেদন জানাল রাজ্য সরকার। বর্তমান মুখ্যসচিবের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য আবেদন জানিয়ে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ লোকসভা নির্বাচন চলাকালীনই অবসর নিচ্ছেন রাজ্যের মুখ্যসচিব গোপালিকা৷ আগামী ৩১ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। এতে প্রশাসনিক কাজে সমস্যা হতে পারে তাই নির্বাচনী আচরণবিধি মেনে কেন্দ্রীয় সরকারের পার্সোনেল অ্যান্ড ট্রেনিং মন্ত্রকে আইপিএস ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- প্রার্থীর সম্পত্তির হিসাব জানার অধিকার নেই ভোটারদের! জানাল সুপ্রিম কোর্ট
আবার ১ জুন কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে৷ অর্থাৎ গোপালিকার (BP Gopalika) অবসরের একদিন পরেই৷ ফলে, গুরুত্বপূর্ণ শেষ দফার নির্বাচনের আগে মুখ্যসচিব পদে রদবদল হলে সমস্যা হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার ৷
প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ার পর গত ৩১ ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করেন গোপালিকা ৷ কিন্তু, ৩১ মে তাঁর আইএএস হিসেবে চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার মেয়াদ না-বাড়ালে, ওইদিনে অবসর নিতে হবে রাজ্যের বর্তমান মুখ্যসচিবকে ৷