প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের টুকরো টুকরো দেহ উদ্ধার, নেপথ্যে রহস্য?

Must read

ভোটের মুখে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার। মঙ্গলবার মালদহের গাজোলের রেললাইনের ধার থেকে দেবজিৎ রুদ্রর দেহাংশ উদ্ধার হয়েছে। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরের খাদিমপুর এলাকায়। জানা গিয়েছে, সোমবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমনে বের হন দেবজিৎ। এরপর তিনি বাড়ি না ফেরায় এবং তার মোবাইল সুইচ অফ থাকায় বাড়ির লোকেরা তার খোঁজ শুরু করেন। তারপর এদিন মালদা জেলার গাজোলের সৈয়দপুরে রেললাইনে ট্রেনে কাটা রুদ্র-র নিথর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- প্রার্থীর সম্পত্তির হিসাব জানার অধিকার নেই ভোটারদের! জানাল সুপ্রিম কোর্ট

স্থানীয় সূত্রে খবর, বালুরঘাট (Balurghat) শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দেবজিৎ। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত কাউন্সিলর ছিলেন। একইসঙ্গে চেয়ারম্যান বোর্ডের সদস্যও ছিলেন তিনি। মৃতের স্ত্রী চন্দনা রুদ্রর দাবি, তিনি রাজনীতি করতেন, তাই এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। তাঁরা তদন্ত চাইছেন।

Latest article