প্রতিবেদন : রাজ্যপাল তথা আচার্যের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে কার্যকরী উপাচার্য রজত কিশোর দেকে কাজ চালিয়ে যাওয়ার জন্য রেজিস্টারকে অনুরোধ করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্ম সমিতির সদস্যরা। তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে তাদের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার কর্ম সমিতির এক বৈঠকে সদস্যরা রেজিস্টারকে অনুরোধ করে জানান, তারা চাইছেন উপাচার্য হিসেবে তাঁর কাজ চালিয়ে যান। এই নিয়ে যদি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা বলতে হয় প্রয়োজনে যেন রেজিস্ট্রার তা করেন।
আরও পড়ুন-হুগলিতে সবথেকে বেশি ভোটে জিতবে তৃণমূল : অভিষেক
ওই বৈঠকে অনুরোধ করা হয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং পড়ুয়াদের সুবিধের কথা ভেবে উপাচার্য রজত কিশোর দেকে যেন তার পদে আসীন রাখা হয়। প্রসঙ্গত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার সম্মেলনের জেরে প্রথমে উপাচার্য রজত কিশোর দে কে অপসারণ করার নির্দেশ দেন রাজ্যপাল তথা আচার্য। এরপর রেজিস্ট্রারকে মেইল করে তিনি উপাচার্যের দফতর সিল করে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দফতর উপাচার্যকে পুনরায় সেই পদে বহাল করে।
আরও পড়ুন-৬২৮ ঘণ্টা পার! শ্বেতপত্রের বদলে বিজেপির ভাঁওতাবাজি
এদিকে কর্মসমিতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী কর্ম সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উপর আস্থা রাখার জন্য আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্যদের অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে কে যেরকম অন্যায়ভাবে আচার্য অপসারণ করার চেষ্টা করেছিলেন তাকে তার পদে আসীন রাখার জন্য আমি প্রশংসা করছি।