আজব রাজা চলেন উল্টো পথে হাওড়ায় ভোটের দেওয়াল ব্যঙ্গচিত্র-স্লোগানে ছয়লাপ

ভোট-প্রচারে মধ্য হাওড়ার একাধিক দেওয়ালে ব্যঙ্গচিত্র-স্লোগানে ছয়লাপ। বিজেপির নামে এই ব্যঙ্গচিত্র ও স্লোগানে ঢেকেছে দেওয়াল।

Must read

সংবাদদাতা, হাওড়া : ভোট-প্রচারে মধ্য হাওড়ার একাধিক দেওয়ালে ব্যঙ্গচিত্র-স্লোগানে ছয়লাপ। বিজেপির নামে এই ব্যঙ্গচিত্র ও স্লোগানে ঢেকেছে দেওয়াল। প্রযুক্তিকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচার চললেও দেওয়াল লিখনের আলাদাই মাহাত্ম্য রয়েছে। তাই এবার হাওড়ার একাধিক দেওয়ালে দেখা মিলল এইরকমই মোদি-বিরোধী নানান ধরনের ব্যঙ্গচিত্র ও স্লোগানের।

আরও পড়ুন-রজতকিশোরেই ভরসা, গৌড়বঙ্গের কর্মসমিতির সিদ্ধান্তের প্রশংসায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

কোনও দেওয়ালে লেখা, ‘দশ লাখি পোশাক পরে, মুখে ফকির বলেন। আজব দেশের আজব রাজা — উল্টো পথে চলেন!’ আবার কোথাও লেখা, ‘একশো দিনের কাজ করলেও, পায় না টাকা হাতে। গরিব মানুষ ভুখা পেটে — মোদি মেরেছে ভাতে!’ রাজ্য জুড়ে এনআরসি-সিএএ, ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা নানা ইস্যু নিয়ে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে কীভাবে রাজ্যকে বিজেপি ‘টার্গেট’ করেছে দেওয়ালে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন তৃণমূলের কর্মীরা।

আরও পড়ুন-৬২৮ ঘণ্টা পার! শ্বেতপত্রের বদলে বিজেপির ভাঁওতাবাজি

হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডে এরকমই একাধিক দেওয়াল ব্যঙ্গচিত্রে ভরে উঠেছে। কোথাও দলীয় কর্মীরা নিজেরাই এই ব্যঙ্গচিত্র আঁকছেন, আবার কোথাও পেশাদার শিল্পীদের ভাড়া করে দেওয়ালে দেওয়ালে ব্যঙ্গচিত্র আঁকানো হচ্ছে। এই কাজে দলীয় কর্মীদের উৎসাহ দিতে মধ্য হাওড়ার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূলের সহ-সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় বলেন, দেওয়ালে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ভোটের প্রচার বহু বছর ধরে চলছে। এখনও এর গুরুত্ব একইরকম আছে। এতে সহজেই মানুষের মনে প্রভাব ফেলা যায়। তাই অনেক দেওয়ালেই আমরা ব্যঙ্গচিত্র এঁকে প্রচার চালাচ্ছি। দলীয় কর্মীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ও।

Latest article