রাজ্যের সবুজ সংকেত মিললেই প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল

সংসদ সভাপতি জানান, ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা হয়েছে। তবে তার আগেও কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে।

Must read

প্রতিবেদন : উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সবরকম ভাবে তৈরি, শুধুমাত্র অপেক্ষা রাজ্য সরকারের সবুজ সংকেতের। এই সবুজ সংকেত মিললেই প্রকাশ করা যেতে পারে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই রেজাল্টের অধিকাংশ নম্বর এসে গিয়েছে। ৮ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। সেখানে কমবেশি ৫০ লাখ নম্বরের মধ্যে মাত্র ২৬০০টি নম্বর আসা বাকি রয়েছে। সেই নম্বরও আশা করছি দু’-তিনদিনের মধ্যে চলে আসবে।

আরও পড়ুন-আজব রাজা চলেন উল্টো পথে হাওড়ায় ভোটের দেওয়াল ব্যঙ্গচিত্র-স্লোগানে ছয়লাপ

সংসদ সভাপতি জানান, ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা হয়েছে। তবে তার আগেও কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। আমরা তাড়াহুড়ো করতে চাইছি না। মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা বলে তারপর ফল প্রকাশ করব। তবে এবার যেহেতু পুরো বিষয়টি অনলাইনে হয়েছে, তাই অতি দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা গেছে বলে জানান সংসদ-সভাপতি। আগে হাতে লিখে নম্বর জমা দিতে হত পরীক্ষকদের। সেক্ষেত্রে যেহেতু ম্যানুয়ালি কাজ হত তাই প্রতি পদক্ষেপে ভুল হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু চলতি বছর থেকে সেই নিয়মে আমূল পরিবর্তন করা হয়েছে। সংসদের পোর্টালে সরাসরি নম্বর আপলোড করে দিচ্ছেন শিক্ষকরা। তাই দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ অনেক মসৃণ হচ্ছে। কোভিডের কারণে মাঝের দু’বছর অনলাইনে ফল প্রকাশের প্রায় ১৫ দিন পর স্কুল থেকে রেজাল্ট দেওয়া হত। কিন্তু চলতি বছর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আগের পন্থাতেই ফিরতে চলেছে। অর্থাৎ সকালের দিকে অনলাইনে ফল প্রকাশের পর সেদিনই বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

Latest article