বড়মার তালা বন্ধ ঘরে প্রণাম করে দিল্লি পাড়ি মমতাবালার

দিল্লিতে মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে আজ রাজ্যসভায় শপথ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাবালা ঠাকুর।

Must read

সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা : দিল্লিতে মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে আজ রাজ্যসভায় শপথ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতাবালা ঠাকুর। দিল্লি যাওয়ার আগে মঙ্গলবার বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করেন তিনি।

আরও পড়ুন-রাজ্যের সবুজ সংকেত মিললেই প্রকাশ হবে উচ্চমাধ্যমিকের ফল

আবেগে চোখের জলে মনে মনে স্বর্গত শাশুড়ির কাছে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। যাওয়ার আগে বলেন, শান্তনু ঠাকুর ও তার চ্যালারা একজন অসহায় বিধবা মহিলার সঙ্গে যা করল মতুয়া সমাজই তার বিচার করবেন। তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন।
রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে মমতা ঠাকুর কাঁদতে কাঁদতে জানান, মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার সময় তিনি নিজের ঘর থেকে যেতে পারলেন না। বড়মার তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে যেতে হচ্ছে তাঁকে। নিজের ঘরে ঢোকার জন্য ভিক্ষা চেয়ে পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে জিনিসপত্র নিতে হয়েছে তাকে। তাঁর কথায়, বড়মা যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আমাকে আশীর্বাদ করছেন। আমি মমতা ঠাকুর শুধু রাজ্যসভায় যাচ্ছি না, সমগ্র মতুয়া সমাজ যাচ্ছে। মতুয়া সমাজের আশীর্বাদ আছে আমার মাথায়।

Latest article