সংসদ ভবন উদ্বোধনে উপেক্ষিত রাষ্ট্রপতি, এই তো বিজেপির আদিবাসী প্রেম : বীরবাহা

আদিবাসী প্রেমে নমুনা দেখিয়েছে বিজেপি। সংসদ ভবন উদ্বোধনে ডাক পাননি স্বয়ং রাষ্ট্রপতিই। এরপরও কি আর মোদি সরকারের কিছু বলার আছে

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : আদিবাসী (Tribal)প্রেমে নমুনা দেখিয়েছে বিজেপি। সংসদ ভবন উদ্বোধনে ডাক পাননি স্বয়ং রাষ্ট্রপতিই। এরপরও কি আর মোদি সরকারের কিছু বলার আছে? আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যথেষ্ট, আগামী নির্বাচনে আদিবাসীরা দেখিয়ে দেবে তাঁরা সিধু কানহুর বংশধর। মঙ্গলবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচার সভায় এসে এভাবেই বিজেপিকে এক হাত নিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

আরও পড়ুন-বড়মার তালা বন্ধ ঘরে প্রণাম করে দিল্লি পাড়ি মমতাবালার

এদিন চাকুলিয়ার শকুন্তলা হাইস্কুল ময়দানে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রী বীরবাহা হাঁসদা। ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের অসংখ্য সদস্য এদিনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন প্রত্যেক বক্তাই৷ কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হন বীরবাহা হাঁসদা। এছাড়াও রাজ্যবাসী সহ আদিবাসী সমাজের জন্যে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফলের কথা বক্তব্যে তুলে ধরেন তিনি। আদিবাসী সমাজও তৃণমূল কংগ্রেসের সপক্ষে রয়েছে বলে জানান মন্ত্রী বীরবাহা হাঁসদা।

Latest article