বিজেপি ছেড়ে ১০০ পরিবার

ছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি হৃদয়মাধব দুবে, প্রদীপ চক্রবর্তী, রিনা দাস প্রমুখ নেতৃত্ব

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বিজেপি থেকে শতাধিক পরিবার তৃণমূলে এলেন বিষ্ণুপুরের গঙ্গাজলঘাটিতে। মঙ্গলবার এক বেসরকারি লজে তৃণমূলের কর্মী সম্মেলনে লোকসভা ভোটে লড়ার দিশা নিয়ে আলোচনা হয়। সেখানেই গঙ্গাজলঘাটি অঞ্চল তৃণমূল সভাপতি শুভজিৎ সিনহার নেতৃত্বে ব্লকের প্রাক্তন বিজেপি সভাপতি নারায়ণচন্দ্র রায়, মহিলা নেত্রী শিপ্রা রায়, ভুঁইফোঁড় বুথের বিজেপি সভাপতি শ্রীকান্ত বাউরি, অনিমেষ চক্রবর্তী ও তারাপদ মণ্ডল-সহ প্রায় ১০০ কর্মীর পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

আরও পড়ুন-সংসদ ভবন উদ্বোধনে উপেক্ষিত রাষ্ট্রপতি, এই তো বিজেপির আদিবাসী প্রেম : বীরবাহা

ছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি হৃদয়মাধব দুবে, প্রদীপ চক্রবর্তী, রিনা দাস প্রমুখ নেতৃত্ব। হৃদয়মাধব দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘যেভাবে আপনারা ঘুরে দাঁড়িয়ে পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রতিটি ক্ষেত্রে দলের জয় সুনিশ্চিত করেছেন, লোকসভা ভোটেও সেভাবে জয় নিশ্চিত করতে প্রতিটি বাড়িতে বারবার যেতে হবে। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের সুফল সকলে পেয়েছেন কিনা তা খতিয়ে দেখতে হবে।’

Latest article