প্রতিবেদন : রাজ্যের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশ অনুযায়ী ৩১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করুন আচার্য। বুধবার এই মর্মেই রাজভবনে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর। অন্যদিকে রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ে যেভাবে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হোক বলে জানানো হয়েছে চিঠিতে।
আরও পড়ুন-শ্রদ্ধায় স্মরণ রক্তাক্ত ১০ এপ্রিল, পালিত শীতলকুচি দিবস
বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য না থাকায় কাজ চালাতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। এতে একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে তেমনি ক্ষতি হচ্ছে প্রশাসনিক কাজেও। আচার্যের মর্জিমতো উপাচার্য নিয়োগ ও অপসারণের জেরে সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তাই এই সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক বলে চিঠিতে দাবি জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল-এ রাজভবন সম্প্রতি নিয়ম না মেনে চার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কথা জানিয়েছে। চিঠিতে সেই নির্দেশও প্রত্যাহারের দাবি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মণীশ জৈন এবং অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণিকে নিয়ে এই বিষয়ে রাজভবনে বৈঠকও করেছিলেন আচার্য তথা রাজ্যপাল৷ কিন্তু কোনও সুরাহা হয়নি। রাজ্যপাল কোনওভাবেই এই সমস্যার সমাধান সূত্র বের করতে চাইছেন না।