শ্রদ্ধায় স্মরণ রক্তাক্ত ১০ এপ্রিল, পালিত শীতলকুচি দিবস

ফের লোকসভা নির্বাচন আসন্ন। কিন্তু তার আগেই শীতলকুচির রক্তাক্ত দিনের স্মৃতিতে গ্রামের সেই স্কুল মাঠেই তৈরি হয় শহিদ বেদি।

Must read

সংবাদদাতা, কোচবিহার : দু’চোখের জল মুছে শহিদ বেদিতে ফুল দিয়ে ভোটের লাইনে মৃতদের পরিবার শ্রদ্ধা জানাল। ১০ এপ্রিলের রক্তাক্ত দিন ভোলেনি শীতলকুচি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিন জোরপাটকির ৫/১২৬ নম্বর বুথে ভোটের লাইনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জোরপাটকির বুথে প্রাণ হারান মনিরুজ্জামান মিঞা, হামিদুল মিঞা, ছামিয়ুল হক, নুরআলম মিঞা। অন্যদিকে পাঠানটুলি গ্রামে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান আনন্দ বর্মন নামে আরও এক যুবক৷ শীতলকুচির সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি।

আরও পড়ুন-প্রচারে বেরিয়ে রোগী দেখে মন জয় তৃণমূলের চিকিৎসক প্রার্থী শর্মিলার

ফের লোকসভা নির্বাচন আসন্ন। কিন্তু তার আগেই শীতলকুচির রক্তাক্ত দিনের স্মৃতিতে গ্রামের সেই স্কুল মাঠেই তৈরি হয় শহিদ বেদি। বুধবার সেখানেই শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাল নিহতদের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে এসে শীতলকুচির গুলি-কাণ্ডের উল্লেখ করেন তাঁর বক্তব্যে। শহিদ বেদির সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের মানুষ। নিহত মনিরুজ্জামানের ভাই পিংকু রহমান বলেন, ‘দাদা যেভাবে গুলিতে প্রাণ হারিয়েছিল ভোট দিতে গিয়ে, তেমন ঘটনা যেন কোথাও না ঘটে৷’ শহিদ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এই শহিদ দিবস পালিত হয়। কমিটির সভাপতি আলিজার রহমান বলেন, ‘প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করব আমরা।’ যে বিধানসভা নির্বাচনে এই গুলি-কাণ্ড ঘটেছিল সেই নির্বাচনে শীতলকুচি বিধানসভায় তৃণমূল প্রার্থী ছিলেন পার্থপ্রতিম রায়। তিনিও উপস্থিত ছিলেন স্মরণসভায়। শহিদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘সেদিনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই শহিদদের আমরা কোনওদিন ভুলব না।’

Latest article