স্বপনের চাটাইয়ে চমক

এরই মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীরা। তবে এই পরিস্থিতিতে প্রচারে নয়া কৌশল নিয়েছেন বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

Must read

সংবাদদাতা, পূর্বস্থলী : দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি লাল ও কমলা সতর্কতা। এরই মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীরা। তবে এই পরিস্থিতিতে প্রচারে নয়া কৌশল নিয়েছেন বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী স্বপন দেবনাথ।

আরও পড়ুন-তীব্র গরমে পথচলতি মানুষের জন্য জলছত্র খুলল টিএমসিপি

সন্ধে নামতেই মহল্লায় মহল্লায় ঘুরে কোথাও চাটাইয়ে বসে, কোথাও পান্তাভাত, ছাঁচি পেঁয়াজ, বেসনের বড়া, ছোলার ছাতু খেতে খেতে মানুষের সঙ্গে সুখ-দুঃখের গল্প করতে করতেই ঘাস-ফুল ফোটানোর কাজ করছেন। দুপুরে তাপপ্রবাহে পুড়ছে গ্রামবাংলা, তাই স্বপন প্রচারের সময়টাকে বেঁধেছেন সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার পরে। সন্ধের প্রচারকে ‘চাটাই বৈঠক’ নাম দিয়েছেন স্বপন। রাত বাড়তেই গ্রামের ইদগাহ্, ঠাকুরদালান, কোনও বাড়ির বড় উঠোন বা খামারে ভিড় জমান সাধারণ মানুষজন। মহিলামহলও কোলে সন্তান নিয়ে হাতপাখা হাতে জমায়েত হন। এই জমায়েতই স্বপনের ‘চাটাই বৈঠকে’র টার্গেট।

Latest article