প্রচারে বেরিয়ে রোগী দেখে মন জয় তৃণমূলের চিকিৎসক প্রার্থী শর্মিলার

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকেই কার্যত কলকাতা থেকে এসে প্রচারের কাজ শুরু করে গ্রাম থেকে গ্রামাঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি।

Must read

সংবাদদাতা, পূর্ব বর্ধমান : কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যার যেটা পেশা তাকে সেই কাজ করতেই হয়, কখনও কখনও আজীবন। আর তিনি যদি হন জনপ্রিয় মনোরোগ বিশেষজ্ঞ তথা বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার, তাহলে তো কথাই নেই। বুধবার তা চোখে দেখলেন পুর্বস্থলীর হেমাতপুর এলাকার অসংখ্য মানুষ। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন থেকেই কার্যত কলকাতা থেকে এসে প্রচারের কাজ শুরু করে গ্রাম থেকে গ্রামাঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন-১১১ চা-বাগান শ্রমিকরাই চান প্রকাশকে

বুধবারও ব্যতিক্রম ঘটেনি। বুধবার প্রচারের ফাঁকে রোগীও দেখলেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী শর্মিলা। বুধবার পূর্বস্থলী ১ ব্লকের হেমাতপুর এলাকায় প্রচারে যান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শর্মিলা সরকার। প্রচারের ফাঁকে এসে মন্ত্রী স্বপন দেবনাথের পার্টি অফিসে বসেন শর্মিলা দেবী। সেই সময় এক রোগী আগের প্রেসক্রিপশন নিয়ে যোজা তাঁর কাছে হাজির হন। এরপরই মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা দেবী সেই পুরনো প্রেসক্রিপশন দেখে কিছু নতুন ওষুধ সংযোজন করে দেন। তিনি বলেন, অন্য জায়গায় উনি আগেও চিকিৎসা করিয়েছিলেন। এরপর আজ আমাকে বললে আমি তাঁকে দেখে দিয়েছি। এটা আমার নৈতিক কর্তব্য। বস্তুত শর্মিলা দেবীর এই কর্তব্যবোধ এলাকার মানুষের হৃদয় জয় করে নেয় এক লহমায়।

Latest article