কোর্টের তুঘলকি আচরণে বিপাকে কমিশন, ডিউটিতে আনাড়িরা

এদের মধ্যে অনেকেরই নির্বাচনে ডিউটি পড়েছিল। কিন্তু চাকরি চলে যাওয়ায় অনেকেই ভোটের ডিউটিতে যোগ দেননি। ডিউটিতে না আসায় সমস্যা বেড়েছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কোর্টের তুঘলকি আচরণের জের। প্রশিক্ষণ ছাড়া তালিকায় না থাকা কর্মীদের ডেকে পাঠানো হল ভোটের কাজে। আদালতের নির্দেশে ২৩,৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যায়। এদের মধ্যে শিলিগুড়িতেই রয়েছেন প্রায় ৩০০ জন। এদের মধ্যে অনেকেরই নির্বাচনে ডিউটি পড়েছিল। কিন্তু চাকরি চলে যাওয়ায় অনেকেই ভোটের ডিউটিতে যোগ দেননি। ডিউটিতে না আসায় সমস্যা বেড়েছে।

আরও পড়ুন-ঠকিয়েছে বিজেপি, রায়গঞ্জ পাশে চায় তৃণমূলকে

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনেকেই ভোটের কাজে আসেননি। ফলে নতুন করে কিছু লোক নিয়োগ করতে হয়েছে। আবার অনেকেই রিজার্ভে ছিলেন, তাঁদের ভোটের কাজে পাঠানো হয়েছে। এদিন এই সমস্যার জন্য অনেক রাত পর্যন্ত শিলিগুড়ি কলেজ থেকে বুথের উদ্দেশ্যে পাঠানো হয়। যদিও এই বিষয়ে সরাসরি কেউ কিছু বলতে চায়নি। তবে শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ যে নির্বাচন কমিশনকে সমস্যায় ফেলেছে তা অধিকারিকদের তৎপরতা দেখে বোঝা গিয়েছে।

Latest article