মুম্বই, ১২ এপ্রিল : অবসর নিয়ে পরিকল্পনা করার সময় আসেনি। বরং একটা বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ ভারত অধিনায়ক রোহিত শর্মা। গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতেও ফাইনালে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট জয়ের খিদে এখনও যে অটুট তাঁর মধ্যে, জানাতে ভুললেন না রোহিত। একটি চ্যাট শো-তে হিটম্যান জানিয়েছেন, অবসর নিয়ে ভাবনা তাঁর মাথায় নেই। বরং বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও দেখছেন।
আরও পড়ুন-সান্ধ্য-বিতর্কের আসর থেকে বিচারপতি এবার ভোটের আসরে
রোহিত বলেছেন, ‘‘আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই। ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও রয়েছে। আশা করি ভারত জিতবে।’’ যোগ করেন, ‘‘৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে আসল বিশ্বকাপ। আমরা ওয়ান ডে বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। গত বছর ভারতেই হয়েছে টুর্নামেন্ট। আমাদের দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়েছি। ফাইনাল পর্যন্ত আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। সেমিফাইনাল জেতার পর ভেবেছিলাম, ট্রফি থেকে আর মাত্র একটা ধাপ দূরে আছি আমরা। সব কিছু ঠিকঠাক করছি আমরা। কিন্তু ফাইনালে দিনটা আমাদের ছিল না।’’ আক্ষেপ ঝরে পড়ে রোহিতের গলায়।
আরও পড়ুন-মোদির বারাণসীতে পুলিশে নির্লজ্জ গেরুয়াকরণ বিজেপির, ইউনিফর্মের বদলে গেরুয়া বসন!
অবসর পরিকল্পনা উড়িয়ে রোহিত আরও বলেন, ‘‘সত্যি কথা বলতে কী, অবসর নিয়ে ভাবনাচিন্তা মাথায় আসেনি। কিন্তু আমি জানি না, জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে! এখনও আমি ভাল খেলছি। মনে করি, আরও কয়েক বছর আমি খেলা চালিয়ে যেতে পারব। জানি না, সেটা কতদিন! আমি সত্যিই বিশ্বকাপ জিততে চাই। সামনের বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। আশা তো আছেই, আমরাই জিতব।’’
গতবার বিশ্বকাপ হাতছাড়া হওয়ার কোনও একটি কারণ চিহ্নিত করতে চান না রোহিত। তাঁর কথায়, ‘‘কোনও একটা কারণ আমার মাথায় আসছে না। কারণ, আমি মনে করি, সব বক্সেই আমরা ‘টিক মার্ক’ দিয়েছিলাম। টিমের আত্মবিশ্বাস দারুণ জায়গায় ছিল। কিন্তু ফাইনালে একটা খারাপ দিন ছিল। মনে করি না যে, আমরা ফাইনালে খারাপ খেলেছি। কিছু জিনিস আমাদের পক্ষে ছিল না। তবে সেদিন অস্ট্রেলিয়া আমাদের থেকে কিছুটা এগিয়ে ছিল।’’