আজ ট্রফি উঠবে ডেভিডদের হাতে

চোট ও কার্ড সমস্যায়, পাঁচ ফুটবলারকে দিল্লির বিরুদ্ধে পাবে না দল। অ্যালেক্সিস গোমেজ, জোশেফ আদজেই, রেমসাঙ্গা, পদম ছেত্রীরা তাঁদের মধ্যে অন্যতম।

Must read

প্রতিবেদন : শিলং লাজংকে তাদের মাঠে হারিয়ে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং। সেই সঙ্গে আগামী মরশুমে আইএসএল খেলারও ছাড়পত্র আদায় করে নিয়েছে তারা। আজ শনিবার দিল্লির বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলবে আন্দ্রে চের্নিশভের দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলবেন এডি হার্নান্ডেজ, ডেভিড লাললানসাঙ্গারা।

আরও পড়ুন-বিশ্বকাপ, টেস্ট ফাইনাল জিততে চাই : রোহিত

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আই লিগ চ্যাম্পিয়ন মহামেডানকে ট্রফি তুলে দেবেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম অন্যতম অতিথি হিসেবে মাঠে থাকতে পারেন। তাঁদের আমন্ত্রণ জানিয়েছে মহামেডান। ট্রফি নিয়ে ম্যাচের পর ক্লাব তাঁবুতে আসবেন ফুটবলাররা। মহামেডান এবারের আই লিগে প্রথমবার যুবভারতীতে খেলবে। দিল্লির বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হলেও আগের লড়াইগুলোর মতোই সমান গুরুত্ব দিচ্ছেন সাদা-কালো কোচ, ফুটবলাররা। ক্লাবের তরফে বিনামূল্যের টিকিট রাখা হয়েছে সমর্থকদের জন্য। শুক্রবার সকাল থেকেই ময়দানে মহামেডান ক্লাব তাঁবুতে ছিল টিকিটের জন্য লম্বা লাইন। প্রায় ৫০ হাজার সমর্থক ডেভিডদের লিগ জয়ের উৎসবে শামিল থাকবে বলে মনে করছেন ক্লাব কর্তারা। মহামেডানের রুশ কোচ চের্নিশভ বলছেন, ‘‘চ্যাম্পিয়ন হয়ে গেলেও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। সর্বোচ্চ পয়েন্ট নিয়েই লিগ শেষ করতে চাই আমরা।’’ প্রসঙ্গত, ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট মহামেডানের। চোট ও কার্ড সমস্যায়, পাঁচ ফুটবলারকে দিল্লির বিরুদ্ধে পাবে না দল। অ্যালেক্সিস গোমেজ, জোশেফ আদজেই, রেমসাঙ্গা, পদম ছেত্রীরা তাঁদের মধ্যে অন্যতম।

Latest article