প্রতিবেদন : স্বপ্নের দৌড় চলছে রিয়ান পরাগের। কিন্তু তিনি নিজেকে নিয়ে ভাবছেন না। অনেকে বলছেন, বিশ্বকাপ দলে তাঁর সুযোগ হতে পারে। রিয়ান বললেন, বিশ্বাস করুন, আমি এটা নিয়ে ভাবছি না। আমি শুধু নিজের কাজ করে যেতে চাই। একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। দল আরও জিতুক, আমার মাথায় এখন এই চিন্তা। সেটাই গুরুত্বপূর্ণ। বাকিটা নয়।
আরও পড়ুন-প্রধান বিচারপতিকে চিঠি ‘খেলাটা’ চালিয়েই যাচ্ছেন মোদি! এবার ২১ জন প্রাক্তনের চিঠি
সন্ধ্যায় রাজস্থান রয়্যালস দলের সঙ্গে ইডেনে আসেন অসমের এই ক্রিকেটার। আর এসেই মুখোমুখি হলেন সাংবাদিকদের। মঙ্গলবার আইপিএল টেবলের এক আর দু’নম্বর দলের লড়াই। রিয়ানকে মনে করিয়ে দেওয়া হল ভরা ইডেন আজ তাঁদের বিপক্ষে থাকবে। যা শুনে তিনি বললেন, এমন হতেই পারে। কিন্তু একবার খেলা শুরু হয়ে গেলে আমার মনে হয় না এসব মাথায় থাকে। আমরা আগেও বিশাল দর্শকের সামনে খেলেছি। জানি ইডেন এই ম্যাচে কেকেআরকে সমর্থন জানাবে। কিন্তু আমরা মাঠে নেমে যখন ক্রিকেট খেলব, টেনশন আর উত্তেজনা থাকবে, তখন এটা মাথায় থাকবে না।
রিয়ান বলছিলেন, আমরা ছ’টার মধ্যে পাঁচটা ম্যাচ জিতেছি। এটা সম্ভব হয়েছে এই জন্য যে, দল হিসেবে আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। আমি এই ফ্র্যাঞ্চাইজিতে ছ’বছর খেলছি। কখনও নীচে ছিলাম। কখনও উপরে উঠেছি। এতে অনেক শিখেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হল এই ম্যাচ জেতা। তাহলে পয়েন্ট এমনিই আসবে। আমরা গতবার ভাল শুরু করেছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। এবার তাই ধারাবাহিকতার দিকে লক্ষ্য রাখছি।
আরও পড়ুন-আত্মপ্রকাশ ইউনাইটেডের
রিয়ান এবারের আইপিএলে সবার প্রশংসা কুড়োচ্ছেন। তাঁর বক্তব্য, কয়েক বছর ধরেই যতটা পারি দলে অবদান রাখার চেষ্টা করছি। এবার ব্যাপারটা ক্লিক করেছে। আমি এভাবেই চালিয়ে যেতে চাই। তাছাড়া আমরা অনেকদিন আইপিএল জিতিনি। সেটাও মাথায় আছে। তবে সবার আগে ফোকাস হল এই ম্যাচে জেতা। রিয়ান আরও বলছিলেন, মাঠের বাইরের ঘটনা অনেক সময় তাঁকে ছুঁয়ে গিয়েছে। যা তার মনে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু আমি এসব মনে রাখিনি। শুধু যাঁদের মতামত আমার কাছে গুরুত্ব পায়, তাদেরটাই মাথায় নিয়েছি। রিয়ান এরপর আরও যোগ করেন, চার নম্বরই তাঁর জায়গা। ঘরোয়া ক্রিকেটে এখানেই সাফল্য পেয়েছেন।
রাজস্থান এদিন সন্ধ্যা থেকে ঘণ্টা তিনেক প্র্যাকটিস করল। অধিনায়ক সঞ্জু সামসন থেকে শুরু করে জস বাটলার, সিমরন হেটমেয়ার, আবেশ খান সবাই প্র্যাকটিসে ছিলেন। দুই তাবড় স্পিনার চাহাল এবং অশ্বিনও। ইডেনে মঙ্গলবারের ম্যাচে এঁদের দিকে নজর থাকবে সবার।