“চল্ ভাই কোর্টে দেখা হবে” অধিকারী ভাইদের পাল্টা কুণালের

Must read

প্রতিবেদন :বেইমানকে বেইমানই বলব। অধিকারী ব্রাদারের বিরুদ্ধে এমন ভাবেই আক্রমন করলেন কুনাল ঘোষ। তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। এ নিয়েই টুইটে পালটা জবাব দিয়েছেন কুনাল ঘোষ।

আরও পড়ুন : সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার পরেও নীরব ত্রিপুরা পুলিশ, টুইট সুস্মিতা দেবের

তিনি লিখেছেন, “বেইমান, অকৃতজ্ঞ, বিভীষণ, মীরজাফর, সুবিধাবাদীকে গদ্দার বলা যাবে না? যাবে। বলেছি। বেশ করেছি। মামলা করেছে? চল্ ভাই কোর্টে দেখা হবে।
তৃণমূলের আবেগ বিক্রি করে সব ভোগ করেছো। তারপর সিবিআই থেকে বাঁচতে বেইমানি। এখন বললে গায়ে লাগছে? বেগম.. জেহাদি.. এসব বলে যাবে আর রসগোল্লা খাওয়াব নাকি?”

জানা গিয়েছে, কুণাল ঘোষ নন্দীগ্রাম দিবসে সেখানে গিয়ে অধিকার পরিবারকে বেইমান বলে আসেন। অধিকারীদের গড় নাকি মেদিনীপুর। সেখানেই এখন ব্যাকফুটে তারা। বিষয়টা হজম হয়নি অধিকারী ব্রাদারের। কাঁথি আদালতে একটি ফৌজদারী মামলা দায়ের করেন শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু। তাঁর কথায়, “শালীনতা ছাড়িয়ে মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র। গোটা অধিকারী পরিবারকে নিশানা করে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন। আজ আমার আইনজীবী মারফত মামলা দায়ের করেছি। আশা করছি ওঁ সময়ে হাজিরা দেবেন। এ বিষয়ে আর বিশেষ কিছু আমার বলার নেই।”

 

Latest article