প্রতিবেদন :ভুয়ো ওয়েবসাইট খুলে শহরে চলছিল প্রতারণাচক্র। অভিযোগ পেয়ে চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় বিহার থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের ফাঁদে পড়ে ৫২ লক্ষ টাকা খোয়া যায় শহরের এক ব্যবসায়ীর। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে গোটা চক্রটির হদিশ মেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে জালিয়াতের ছক কষে। ওয়েবসাইট থেকে কেনাকাটা করা যায়। সেই ফাঁদেই পা দেন শহরের এক ব্যবসায়ী। ওয়েবসাইটে ঢুকে কেনাকাটা করতেই ঘটে বিপত্তি। খোয়া যায় প্রায় ৫২ লক্ষ টাকা। তিনি ওই ওয়েবসাইটে ঢুকে একাধিক সামগ্রীর অর্ডার দেন। সেই সঙ্গে টাকাও দেন। কিন্তু টাকা দেওয়ার পরও কিছু না পাওয়ায় তিনি লালবাজারের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন।