বুধবার মুখ্য়মন্ত্রীর (Chief Minister) বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য় গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানেই তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। আঙুল উঁচিয়ে, চোখ বড় বড় করে রনং দেহী মেজাজে কর্তব্যরত পুলিশ আধিকারিককে হুমকি, সরকারি কাজে হস্তক্ষেপ ও থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে বিজেপি নেত্রী তথা মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
আরও পড়ুন-ভারতে বেবি-ফুড তৈরিতে নেসলের আন্তর্জাতিক বিধি লঙ্ঘন
অগ্নিমিত্রা কার্যত অগ্নিশর্মা হয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। রাম নবমীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোর করে অভিযোগ দায়েরের দাবিতে মেদিনীপুর কোতয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন।
আরও পড়ুন-রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাম নবমী উপলক্ষ্যে কোতয়ালি থানার আইসি-সহ অধিকাংশ পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। তখনই থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া অপরাধমূলক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে।