রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

উল্লেখ্য, ভোট শুরুর আগেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভেটাগুড়ির বাজারে তৃণমূল কর্মীদের উপর বিজেপির হামলার অভিযোগ উঠেছে।

Must read

২০২৪ লোকসভা ভোট (Loksabha election) শুরু হতে হাতে মাত্র ২৪ ঘণ্টা। দেশজুড়ে প্রথম দফার ভোট শুরু হতে চলেছে ১৯ এপ্রিল। তার ঠিক আগে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল। অভিযোগ করা হয়েছে প্রচারের নির্ধারিত সময় পার হওয়ার পর ‘সাইলেন্ট পিরিয়ড’ এ রাজ্যপাল ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছেন। এই আচরণ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বেআইনি।

আরও পড়ুন-এগরায় রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগে আটক ৪ ‘রামভক্ত’

২০২৪ লোকসভা ভোটে ১৯ এপ্রিল বাংলার বেশ কয়েকটি জায়গায় রয়েছে ভোট। শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই তিন জেলায় রয়েছে ভোট। রাজভবন সূত্রের খবর ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকতে চেয়েছিলেন রাজ্যপাল। তবে ভোটের দিন তাঁকে সেখানে যেতে বারণ করেছে কমিশন। কোচবিহারে ভোটর সময় রাজ্যপালের উপস্থিতি নির্বাচনী বিধি ভঙ্গ করতে পারে এমনটাই মনে করছে কমিশন। ভোটের প্রচার পর্ব ইতিমধ্যেই শেষ। প্রথম দফার কেন্দ্রগুলিতে এখন ‘সাইলেন্স পিরিয়ড’। ভোটের কাজে যুক্ত প্রশাসনিক কর্তারা ও কর্মীরা ছাড়া বিধি ভেঙে কেউ সেখানে যেতে পারেন না। সেখানে রাজ্যপালের উপস্থিতি অস্বস্তি বাড়াতে পারে বলেই মনে করেছে কমিশন।

আরও পড়ুন-চাঁদনি চকে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

উল্লেখ্য, ভোট শুরুর আগেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভেটাগুড়ির বাজারে তৃণমূল কর্মীদের উপর বিজেপির হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূল শিবিরে। ভোটের প্রচার থেকে কর্মীরা ফেরার সময় তাঁদের উপর বিজেপির সদস্যরা হামলা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় দফার ভোটের সময়ের স্পর্শকাতর বুথের সংখ্যা জানিয়েছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উত্তরবঙ্গে মোট ৬ টি আসনে মোট ১৮৬২ টি স্পর্শকাতর বুথ রয়েছে। প্রথম দফার ভোটে কোচবিহারে ভোট হবে মোট ২০৪৩ টি কেন্দ্রে, আলিপুরদুয়ারে মোট ১৮৬৭ টি কেন্দ্রে, জলপাইগুড়িতে মোট ১৯০৪টি কেন্দ্রে।

Latest article