চাঁদনি চকে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

স্থানীয় বাসিন্দা ও চালকদের একাংশ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।

Must read

বৃহস্পতিবার দুপুরে কলকাতার (Kolkata) রাজপথে দাঁড় করানো রয়েছে সারি সারি গাড়ি। কিন্তু হঠাৎ বিপত্তি। আচমকা জ্বলে উঠল আগুন আর সেখান থেকে আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ল আগুন। চাঁদনি চক (Chandni Chowk) এলাকায় দুপুরে এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। প্রাথমিক ভাবে আগুনের ফলে কোনও গাড়ির চালকের ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক জন চালক জানান, প্রথমে আগুন লাগে রাস্তার ধারে পার্কিংয়ে রাখা একটি চার চাকার গাড়িতে। এরপর ছড়িয়ে পড়ে পাশের গাড়িগুলিতে।

আরও পড়ুন-মিঠুন চক্রবর্তীকে ‘দো আঁশলা’ বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্থানীয় বাসিন্দা ও চালকদের একাংশ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। তবে হঠাৎ কী কারণে আগুন লাগল, দমকল বিভাগের তরফে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকল কর্মীদেরও এলাকায় পৌঁছতে সমস্যা হয়েছে। দমকলের ৪টি ইঞ্জিনের দৌলতে ১২টা ৫০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও পড়ুন-রাজ শিল্পার প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্রচণ্ড গরমে আর তাপপ্রবাহের জেরে রীতিমত জ্বলছে শহর কলকাতা সহ দক্ষিণের জেলা। সকাল ৭টার থেকেই চাঁদিফাটা রোদের ফলে জেরবার সাধারণ মানুষ। অতিরিক্ত গরমের ফলেই গাড়িতে এভাবে আগুন লাগলো কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article