মুম্বই, ১৮ এপ্রিল : আইপিএলে এবার চলছে রান-উৎসব। বিশেষজ্ঞরা মনে করছেন, ইমপ্যাক্ট-সাব বা ইমপ্যাক্ট পরিবর্তের নিয়ম ভালভাগে কাজে লাগানোর ফলেই এবারের আইপিএলে রানের সুনামি চলছে। কিন্তু এই নিয়মেই বিতর্ক রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই নিয়মের বিরোধিতা করেছেন। তাঁর মতে, ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।
‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে রোহিতের (Rohit Sharma) কাছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ‘ইমপ্যাক্ট’ নিয়ম সম্পর্কে জানতে চেয়েছিলেন। প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন, ‘‘ইমপ্যাক্ট-সাব নিয়মের আমি ভক্ত নই। এর ফলে অলরাউন্ডারদের পিছনে টেনে ধরা হচ্ছে। দিনের শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করার সুযোগ পাচ্ছে না। এটা ভাল জিনিস নয়। আশপাশের মানুষের জন্য ব্যাপারটা বিনোদনমূলক হচ্ছে। এর বেশি কিছু নয়।’’
রোহিতের মন্তব্য একটি যুক্তিপূর্ণ প্রশ্নও তুলে দিয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিকাশের পথে বাধা দিচ্ছে? রোহিতের মন্তব্যের পর বিসিসিআই ইমপ্যাক্ট সাব নিয়ম নিয়ে পর্যলোচনা করলে অবাক হওয়ার থাকবে না।
আরও পড়ুন- অলিম্পিকে নেই শ্রীশঙ্কর
পডকাস্টে রোহিতের কাছে গিলক্রিস্ট জানতে চান, মহেন্দ্র সিং ধোনি আর দীনেশ কার্তিককেও তো টি-২০ বিশ্বকাপ দলে নিতে পারো? হিটম্যানের জবাব, ‘‘ধোনির থেকে কার্তিককে বোঝানো অনেক সহজ। তাছাড়া ধোনি ক্লান্ত এবং পুরোপুরি সুস্থ নয়। তবে ও আমেরিকায় আসছে অন্য কাজে। ধোনি এখন গল্ফ খেলে। তাই গল্ফ খেলতে ও আমেরিকায় যাচ্ছে।’’ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্তিকের ৩৫ বলে ৮৩ রানের ইনিংসে তিনি যে মুগ্ধ, তাও জানাতে ভোলেননি রোহিত। তিনি বলেন, ‘‘ডিকে-র ইনিংস আমাকে মুগ্ধ করেছে। ধোনির ৪ বলে ২০ রান আমাদের বিরুদ্ধে ম্যাচে বিরাট প্রভাব ফেলেছিল। শেষে ওর ছোট্ট ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে।’’
এদিকে, ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের জন্য দশজন ক্রিকেটারের জায়গা পাকা। বাকি কয়েকটি পজিশনের জন্য লড়াই হবে। তবে নির্বাচক প্রধান অজিত আগারকর এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর কোনও আলোচনা এখনও হয়নি বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘রাহুল ভাই, অজিত বা আমি কিছু না বললে সব খবর ভুয়ো।’’ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলার জন্যও যে মুখিয়ে আছেন, তাও জানাতে ভোলেননি রোহিত। বলেছেন, ‘‘এটা বিশুদ্ধ ক্রিকেট। পাকিস্তান খুব ভাল দল। আমরা সবাই চাই দারুণ একটা টেস্ট সিরিজ খেলতে।’’