অলিম্পিকে নেই শ্রীশঙ্কর

Must read

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : হাঁটুর চোটে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ২৫ বছর বয়সী ভারতীয় অ্যাথলিট ব্যাংককে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জিতে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু মঙ্গলবার ট্রেনিংয়ের সময় হঠাৎ করেই হাঁটুতে চোট পান। ডাক্তারি পরীক্ষার পর জানা গিয়েছে, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। ফলে অলিম্পিকে অংশ নেওয়া সম্ভব নয়। এদিন এক বিবৃতিতে শ্রীশঙ্কর (Murali Sreeshankar) জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছি না। আমি প্রচণ্ড হতাশ। চিকিৎসকরা বলেছেন, হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে ট্র্যাকে ফিরব।’’ প্রসঙ্গত,২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং হাংঝাউ এশিয়ান গেমসে লং জাম্পে রুপো জিতেছিলেন শ্রীশঙ্কর। অলিম্পিকের ভাল ফলের জন্য আশাবাদী ছিলেন।

আরও পড়ুন- বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকে প্রশ্নের ধরণ, জারি বিজ্ঞপ্তি

Latest article