বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকে প্রশ্নের ধরণ, জারি বিজ্ঞপ্তি

Must read

উচ্চমাধ্যমিকের (HS Question paper) প্রশ্নের ধরণ বদলাচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল রেখে তৈরি করা হবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে নতুন ধরনের প্রশ্ন পত্র কেমন হবে সে বিষয়ে ধারণা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন- অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী, তাপপ্রবাহের পরিস্থিতি কলকাতাতে

৪ ধরনের প্রশ্ন থাকবে আগামী শিক্ষাবর্ষ থেকে। শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং, রিজনিং টাইপের প্রশ্ন, ডায়াগ্রাম বা ছক এঁকে প্রশ্ন করা হবে। তাছাড়াও সঠিকভাবে বাক্য সাজানো, বাক্য ঠিক না ভুল এই ধরনের প্রশ্ন থাকবে। কেস বেসড প্রশ্ন থাকবে। সংসদ জানিয়েছে, ৫০ শতাংশ সহজ প্রশ্ন থাকবে সব রকম মেধার পরীক্ষার্থীর জন্য। ৩০ শতাংশ থাকবে বুদ্ধিদীপ্ত প্রশ্ন (HS Question paper)। বাকি ২০ শতাংশ তুলনামূলক কঠিন প্রশ্ন আসবে।

Latest article