প্রতিবেদন : কোচবিহারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বিজেপি প্রার্থী হওয়া সত্ত্বেও নিজের মন্ত্রিপদকে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন এবং নিজের ইচ্ছেমতো জায়গায় তাদের দায়িত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে নিজের বাড়িতেই নিশীথ প্রচুর অস্ত্রশস্ত্র ও বহিরাগত সশস্ত্র দুষ্কৃতীদের এনে জড়ো করেছেন ভোট লুঠ ও গন্ডগোল পাকানোর জন্য।
আরও পড়ুন-ইভিএম ত্রুটিমুক্ত করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের
এই দুটি মারাত্মক ও গুরুতর অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের আবেদন, অবিলম্বে নিশীথ প্রামাণিকের বাড়ি তল্লাশি করা হোক। আসলে হার নিশ্চিত বুঝেই নিশীথ মরিয়া হয়ে চক্রান্তের খেলায় নেমেছে। শুধু তাই নয়, মন্ত্রী উদয়ন গুহকেও সামলাতে না পেরে কমিশনের নামে ভুয়ো খবর মিডিয়াতে খাইয়েছে নিশীথ। কমিশন নাকি উদয়ন গুহকে একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে নিষেধ করেছে। অথচ উদয়ন নিজে জানিয়েছেন, তিনি কমিশনের তরফে এমন কোনও চিঠি পাননি। সবটাই নিশীথের কূট চাল ও মিথ্যাচার। আজ দিনভর নজর থাকবে কোচবিহারের প্রতিটি বুথে।