ইভিএম ত্রুটিমুক্ত করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে। কারও মনে যেন আশঙ্কা তৈরি না হয়, যা উচিত তা করা হচ্ছে না।

Must read

প্রতিবেদন: নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে। কারও মনে যেন আশঙ্কা তৈরি না হয়, যা উচিত তা করা হচ্ছে না। ভিভিপ্যাট সংক্রান্ত একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। ইভিএমকে ত্রুটিমুক্ত করে সাধারণ মানুষের ভোটাধিকারকে সম্মান দেওয়ার উপরে জোর দিয়েছে শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবীর সওয়াল ছিল ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফেলার সুযোগ দেওয়া উচিত ভোটারদের। স্বচ্ছ নির্বাচন এবং ফলাফলের স্বার্থেই ভিভিপ্যাট স্লিপ গণনা করা জরুরি। অন্যদিকে নির্বাচন কমিশনের যুক্তি প্রতিটি ভোটারকে ভিভিপ্যাট স্লিপ দেখতে দিলে গোপনীয়তা রক্ষা অনিশ্চিত হয়ে যাবে। ভোটারদের পছন্দের গোপনীয়তা বজায় রাখার গণতান্ত্রিক অধিকার এই ব্যবস্থায় আদৌ সুরক্ষিত থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিচারপতি সঞ্জীব খান্না নিজেই।

আরও পড়ুন-তুঘলকি আনন্দে মেতেছেন পদ্মপাল, পাশে জুটেছে একদল স্বার্থান্বেষী

লক্ষণীয়, সম্প্রতি কেরলে একটি নকল ভোটের আয়োজন করা হয়েছিল কয়েকটি ইভিএমের মধ্যমে। আশ্চর্যজনকভাবে দেখা যায় বিজেপির প্রতীকে যা ভোট পড়েছে, তা প্রকৃত ভোটের চেয়ে অনেক বেশি। সংশয়টা আরও গভীর হয় এই কারণেই। সবচেয়ে বড় কথা, ভিভিপ্যাট প্রিন্টারে সফটওয়্যারের ব্যাপারে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে তার কোনও ইতিবাচক উত্তর পাওয়া যায়নি। সেই কারণেই নির্বাচন কমিশনকে শীর্ষ আদালতের কড়া নির্দেশ, জনগণের ভোটাধিকারকে সুরক্ষিত করতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Latest article