বইছে লু। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। কলকাতায় পারদ ছুঁয়েছে ৪১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি! আলিপুর আবহাওয়া দফতর যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল সেইমতোই কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই তাপপ্রবাহ চলছে। আগামী দু-দিন অর্থাৎ শনি ও রবিবার তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়বে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এর মধ্যে সব থেকে বেশি হবে বাঁকুড়ায়। তবে সোমবার থেকে আবহাওয়া বদলাবে (Temperature)। মূলত বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরেই জলীয় বাষ্প ঢুকবে উপকূলের জেলায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এই ঘূর্ণাবর্তের প্রভাব সব থেকে বেশি পড়বে ওড়িশায়।
আরও পড়ুন- বিজেপিতে যাওয়াই ভুল ছিল, আফসোস বনগাঁর তৃণমূল প্রার্থীর