বিজেপিতে যাওয়াই ভুল ছিল, আফসোস বনগাঁর তৃণমূল প্রার্থীর

Must read

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়াই ছিল বড় ভুল। বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে যাওয়ার আগে আফসোস প্রকাশ করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস (Biswajit Das)। শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ দাস। একইসঙ্গে বাগদা বিধানসভায় তাঁর উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে বিজেপির টিকিটে বাগদা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হন। ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই ফের তৃণমূলে ফিরে আসেন বিশ্বজিৎ (Biswajit Das)। বর্তমানে তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। দল পরিবর্তনের পর থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তাঁকে চাপ দিতে থাকে বিজেপি। এর মধ্যেই বনগাঁ লোকসভা থেকে প্রার্থী হিসেবে বিশ্বজিৎ দাসের নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে যাওয়ার আগে বিশ্বজিৎ জানান, তিনি অনেক আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। আজ খাতা-কলমে তা পূর্ণতা পেল।

আরও পড়ুন- তীব্র দাবদাহ, সিইএসসি-কে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ মন্ত্রীর

Latest article