তীব্র দাবদাহ, সিইএসসি-কে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ মন্ত্রীর

Must read

চরম গরমে নাজেহাল শহরবাসী। প্রতিদিন হু হু করে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই পরিস্থিতিতে শুক্রবার সিইএসসি-র শীর্ষ অধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বিদ্যুৎ উন্নয়ন ভবনে মন্ত্রীর দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম। বৈঠকে সিইএসসি কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন, কোথাও যদি কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দেয় সঙ্গে সঙ্গে তা এসএমএস-র মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। মেরামতির কাজ চলাকালীন গ্রাহকদের কথা ভেবে উচ্চক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে হবে। একই সঙ্গে মোবাইল রিপেয়ারিং ভ্যান ও কর্মী সংখ্যা বাড়ানোর জন্যও সিইএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী (Aroop Biswas)।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী বিজেপি ক্যাডারের মতো ভোটে কাজ করছে! বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো

Latest article