ভোটের দিনেও শান্তি ফিরল না মণিপুরে (Manipur Violence)। বুথে চলল গুলি। জানা গিয়েছে, আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভা এলাকার থামানপোকপি এলাকায় একটি বুথে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। শোরগোল পড়ে যায় এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, ইম্ফলের ইনার মণিপুর আসনের থংজু বিধানসভা এলাকায় একটি বুথে ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা। এরফলে মণিপুরে অশান্তি অব্যাহত লোকসভা ভোটের প্রথম দফায় (Manipur Violence)। তবে কিছুক্ষণ পরই নির্বাচন কমিশন অতিরিক্ত বাহিনী পাঠিয়ে সেখানে ভোট গ্রহণ নতুন করে শুরু করে।
আরও পড়ুন- তীব্র দাবদাহ, সিইএসসি-কে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ মন্ত্রীর
গতবছর থেকেই হিংসার আগুনে পুড়ছে মণিপুর। ২০২৩ সালের মার্চ মাসে মণিপুর হাই কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল, মৈইতেই জনগোষ্ঠীদেরও তফশিলি উপজাতিভুক্ত করা হবে কি না, তা খতিয়ে দেখুক রাজ্য সরকার। সেই থেকেই মণিপুরে শুরু হয়েছিল জাতিগত হিংসা। কয়েকদিন আগে পর্যন্ত গোষ্ঠী সংঘর্ষে আগুন জ্বলেছে মণিপুরে। আজও সেই জ্বলল অশান্তির আঁচ।