বার্গামো, ১৯ এপ্রিল : ফুটবল রোমান্টিকেরা হয়তো ভেবে রেখেছিলেন অন্য কিছু। ডাবলিনে ২২ মে ফাইনালে ইউরোপিয়ান প্রতিযোগিতার মঞ্চে জুরগেন ক্লপকে বিদায় জানানোর জন্য হয়তো তৈরি হচ্ছিলেন লিভারপুল সমর্থকরা। কিন্তু সেটি আর হচ্ছে না। বার্গামোয় বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে আটলান্টার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে ক্লপের লিভারপুর। কিন্তু সেমিফাইনালে ওঠার জন্য এই জয় যথেষ্ট ছিল না।
আরও পড়ুন-ভোটের দিনও অশান্তি মণিপুরে, গুলিতে মৃত ৩
অ্যানফিল্ডে গত সপ্তাহেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ০-৩ ব্যবধানে হেরেছিল লিভারপুল। দুই পর্ব মিলিয়ে ১-৩ হারে ইউরোপা লিগ থেকে বিদায়ের পাশাপাশি ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবটির সঙ্গে ক্লপের অধ্যায়ও শেষ হল। মরশুম শেষেই যে লিভারপুল ছাড়ার ঘোষণাটা গত জানুয়ারিতেই করে রেখেছেন এই জার্মান কোচ। ইউরোপিয়ান ট্রফি দিয়ে তাই ক্লপকে বিদায় জানানো হচ্ছে না অ্যানফিল্ডের ক্লাবটির। তবে প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ এখনও আছে লিভারপুলের সামনে। শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে মহম্মদ সালাহরা। বাকি আর ৬টি ম্যাচ।
এদিন ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। বক্সে হ্যান্ডবল করেন আটলান্টার ডিফেন্ডার। পেনাল্টি থেকে সহজেই গোল করেন সালাহ। এরপর গোটা ম্যাচে আর গোল পায়নি লিভারপুল। দুই লেগ মিলিয়ে তুলে নেওয়া জয়ে সেমিফাইনালে মার্সেইয়ের মুখোমুখি হবে ইতালির ক্লাব আটলান্টা। ইউরোপা লিগ থেকে বিদায়ের পর লিভারপুল কোচ ক্লপ বলেছেন, ‘‘মিশ্র অনুভূতি হচ্ছে। আমাদের কাজটা কঠিন ছিল। ডাবলিনে যাওয়ার আশা করেছিলাম। কিন্তু সেটা হল না। এখন আমাদের সামনে শুধু ইপিএল। সেখানে নিজেদের উজাড় করে দেব।’’