মালদহ দক্ষিণ-এর জন্য মনিরুলকে বিশেষ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

৭ মে মালদহ (দক্ষিণ)-এর নির্বাচন শেষ হয়ে গেলেই আমাকে বহরমপুর কেন্দ্র এবং বীরভূম ও বর্ধমান জেলার অন্য কয়েকটি লোকসভা কেন্দ্রে প্রচারে অংশ নিতে হবে।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: লোকসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে শুক্রবার সুতির ছাবঘাটি ময়দানে সভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত তৃণমূল বিধায়ক ছাড়াও ছিলেন মালদহ (দক্ষিণ) কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধায়ক। উল্লেখ্য, মালদহ (দক্ষিণ)-এর অন্তর্ভুক্ত মুর্শিদাবাদের ফারাক্কা এবং সামশেরগঞ্জ বিধানসভা।

আরও পড়ুন-জিতেও লিভারপুলের ইউরোপা লিগ শেষ

সভামঞ্চে মুখ্যমন্ত্রী ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে আলাদা করে ডেকে নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তাঁকে মালদহ (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের জন্য ‘বিশেষ দায়িত্ব’ দেন বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী কী ‘বিশেষ’ নির্দেশ দিয়েছেন, তা প্রকাশ্যে জানাতে রাজি হননি মনিরুল। বলেন, মালদহ (দক্ষিণ)-এর প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রী আজ আমাকে বিশেষ দায়িত্ব দিয়ে গেলেন। জয় নিশ্চিত করা ছাড়াও ফরাক্কা বিধানসভা এলাকায় প্রার্থী যাতে প্রচুর ‘লিড’ পায় তা নিশ্চিত করতেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’ মনিরুল বলেন, মুখ্যমন্ত্রী আজ রাইহান সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ওঁর মতো উচ্চশিক্ষিত যুবক প্রার্থী সংসদে গেলে সাধারণ মানুষের জন্য মুখ খুলে দাবিদাওয়া আদায় করতে পারবেন বলেই মুখ্যমন্ত্রী ওঁর জয় নিশ্চিত করতে চান। পাশাপাশি মুখ্যমন্ত্রী একাধিক সাংগঠনিক নির্দেশও দিয়েছেন। সেগুলো সংবাদমাধ্যমে বলা যাবে না। ৭ মে মালদহ (দক্ষিণ)-এর নির্বাচন শেষ হয়ে গেলেই আমাকে বহরমপুর কেন্দ্র এবং বীরভূম ও বর্ধমান জেলার অন্য কয়েকটি লোকসভা কেন্দ্রে প্রচারে অংশ নিতে হবে।

Latest article