বন্ড নিয়ে তদন্তের দাবি তুললেন শত্রুঘ্ন

প্রথম পর্বের ভোট হয়ে গেল। আসানসোলে ভোট চতুর্থ দফায় হবে, ১৩ মে। হাতে সময় থাকলেও তৃণমূল কংগ্রেস গা-ছাড়া মনোভাব দেখাতে নারাজ

Must read

সংবাদদাতা, আসানসোল : প্রথম পর্বের ভোট হয়ে গেল। আসানসোলে ভোট চতুর্থ দফায় হবে, ১৩ মে। হাতে সময় থাকলেও তৃণমূল কংগ্রেস গা-ছাড়া মনোভাব দেখাতে নারাজ। তাই শুক্রবার আসানসোলের জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাতে যোগ দেন আসানসোল লোকসভার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, মন্ত্রী মলয় ঘটক ও জেলার শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন-মালদহ দক্ষিণ-এর জন্য মনিরুলকে বিশেষ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তোপ দেগে বলেন, দেশকে দেউলিয়া করে দিচ্ছে কেন্দ্র সরকার। বিগত দিনে যত প্রধানমন্ত্রী ছিলেন, তাঁরা যে বিশ্ব ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন, এই প্রধানমন্ত্রী তার থেকে বহু গুণ বেশি ঋণ নিয়েছেন। বন্ড প্রসঙ্গে এদিনও বিজেপির বিরুদ্ধে তদন্তের দাবি করে শত্রুঘ্ন। লোকসভা নির্বাচনে জিতলে সরকারি সংস্থাগুলিকে যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে সরব হবেন বলে জানান তিনি।

Latest article