চণ্ডীগড়, ২১ এপ্রিল : টানটান উত্তেজনার মধ্যে পাঞ্জাব কিংসকে ৩ উইকেটে হারাল গুজরাট টাইটান্স। লো-স্কোরিং ম্যাচে গুজরাটের জয়ের নায়ক সাই কিশোর। চার ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান খরচ করে ৪ উইকেট নিলেন দীর্ঘদেহী বাঁ হাতি স্পিনার। আর এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলেন শুভমন গিলরা।
আরও পড়ুন-এনআরসি নিয়ে রানাঘাট থেকে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তবে বিপক্ষকে মাত্র ১৪২ রানে গুটিয়ে দিয়েও জেতার জন্য শেষ ওভার পর্যন্ত ব্যাট করতে হল গুজরাটকে। স্বল্প পুঁজি হাতে নিয়ে দারুণ লড়াই করলেন পাঞ্জাবের বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করেছিলেন পাঞ্জাবের দুই ওপেনার স্যাম কারেন ও প্রভসিমরন সিং। কিন্তু ৫২ রান যোগ করার পর প্রভসিমরন (২১ বলে ৩৫) আউট হতেই ধস নামে। কারেন ফেরেন ১৯ বলে ২০ রান করে। এরপর রিলে রুসো (৯), জিতেশ শর্মা (১৩), লিয়াম লিভিংস্টোন (৬), শশাঙ্ক সিং (৮), আশুতোষ শর্মারা (৩), দলকে ভরসা দিতে ব্যর্থ হন। ফলে ৯৯ রানেই ৭ উইকেট খুইয়ে ধুঁকছিল পাঞ্জাব। শেষ দিকে ১২ বলে ২৯ রানের ক্যামিও খেলে দেন হরপ্রীত ব্রার।
আরও পড়ুন-বালুরঘাট থেকে দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী
রান তাড়া করতে নেমে, ঋদ্ধিমান সাহার (১৩) উইকেট শুরুতেই হারিয়েছিল গুজরাট। শুভমন (৩৫), সাই সুদর্শনও (৩১) সেট হয়ে গিয়েও নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। রান পাননি ডেভিড মিলারও (৪)। একটা সময় তো রীতিমতো চাপে পড়ে গিয়েছিল গুজরাট। ওই পরিস্থিতিতে ১৮ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন রাহুল তেওটিয়া। পাঞ্জাবের হর্ষল প্যাটেল ১৫ রানে ৩ উইকেট নিয়েও দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি।