প্রতিবেদন : বনগাঁ লোকসভা কেন্দ্রের বিশেষ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নেতা-কর্মীদের দায়িত্ব বণ্টন করে বার্তা দিয়েছেন সংগঠনকে শক্তিশালী করার। তিনি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ এবং গভীর জনসংযোগের উপরে জোর দেন। সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রে তিনটি কর্মিসভায় কর্মীদের উৎসাহ ও মানুষের সমর্থন দেখে সুব্রত বক্সি বলেন, বনগাঁ আসন এবার তৃণমূলই জিতবে। সেই লক্ষ্যে ঘরে বসে থাকলে চলবে না। সকলকে মাঠে নেমে কাজ করতে হবে।
আরও পড়ুন-তৃণমূলের সমর্থনে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ
বিজেপিকে হারাতে হবে। সোমবার বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদা বিধানসভার হেলেঞ্চা কমিউনিটি হলে প্রথম কর্মিসভা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এরপর বনগাঁ উত্তর বিধানসভার বনগাঁ টাউন হলে আরও একটি কর্মিসভা করেন তিনি। সন্ধ্যায় বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা বিধানসভার গোবরডাঙা টাউন হলে তৃতীয় কর্মিসভা করেন। এদিন অতীত দিনের কথা তুলে ধরে কর্মীদের উজ্জীবিত করেন তিনি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নকে তুলে ধরে মানুষের দুয়ারে দুয়ারে প্রচারের পরামর্শ দেন। জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন। সুব্রত বক্সি ছাড়াও এই কর্মিসভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও অন্যরা।