প্রতিবেদন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে জঙ্গি সন্দেহে মুম্বই থেকে গ্রেফতার হওয়া রাজারাম রেগের (Rajaram Rege) ৫ জন লিঙ্কম্যান রয়েছে এই কলকাতা শহরেই। তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে। গত ১৮ এপ্রিল কলকাতায় এসে নিউ মার্কেটের একটি হোটেলে দু’দিনের জন্য আস্তানা গেড়েছিল রাজারাম। সেই সময়ের মধ্যেই সে রেইকি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিস। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, হোটেলে এসে রাজারামের (Rajaram Rege) সঙ্গে দেখা করেছে বেশ কয়েকজন। তারাই রাজারামের লিঙ্কম্যান কি না, খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও তাদের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের দাবি, ২ দিনের জন্য কলকাতায় এসে মুম্বই হামলার রেইকির ধাঁচে অভিষেকের বাড়ি ও অফিসে রেইকি চালায় রাজারাম। তবে তার কলকাতায় আসা এই প্রথম, নাকি আগেও শহরে এসেছিল সে, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- মালদহ ও বহরমপুরের দুই সাংসদ বিজেপির হাত শক্ত করেছে: অভিষেক