সংবাদদাতা, বর্ধমান : বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ধুতি-পাঞ্জাবি পরে রীতিমতো বাঙালি পোশাকে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মঙ্গলবার দুপুরে টাউনহল থেকে তাঁকে নিয়ে সুসজ্জিত মিছিল বের হয়। প্রার্থী ছাড়াও ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক খোকন দাস এবং জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতা। তিনি বলেন, জেতার ব্যাপারে আমি দারুণ কনফিডেন্ট। কতটা কনফিডেন্ট?
আরও পড়ুন-রোড শোয়ে মানুষের বাড়ানো মুড়ি খেলেন দেবাংশু, মিশলেন ঘরের ছেলের মতো
এর জবাবে কীর্তির বক্তব্য, সব কর্মী মিলেমিশে কাজ করেছেন, এত ভালবাসা আগে কখনও পাইনি। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আমাদের বহু ইস্যু আছে। বহু কারখানা বন্ধ হয়ে আছে। এনএইচএ-র উপর একটি ব্রিজ হওয়া উচিত, কিন্তু তা হয়নি। সাই স্টেডিয়ামে মাতালরা বসে থাকে। এমনই নানা ইস্যু নিয়ে লড়াই। এরপর আমাদের বিধায়ক সংগঠনের লোকেরা যেমন বলবেন তেমনই কাজ করব। এখানে কোনও টাফ লড়াই নেই। আমার সামনে যিনি আছেন কখন কী বলেন ঠিক নেই। কাল বলেছেন তৃণমূল জনতার সহানুভূতি পায়। আপনি মানুষের সহানুভূতি না পেলে কীভাবে জেতার আশা করেন? এঁদের মিথ্যা কথা সবাই ধরে ফেলেছেন।