চাপে পড়ে কেজরিকে ইনসুলিন দিতে বাধ্য হল জেল কর্তৃপক্ষ

সোমবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এইমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠন করতে হবে মেডিক্যাল বোর্ড।

Must read

প্রতিবেদন : অনেক টানাপোড়েনের পরে শেষপর্যন্ত আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হল তিহাড় জেলে। সোমবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এইমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠন করতে হবে মেডিক্যাল বোর্ড। তারপরেই জেলে খুঁটিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীর। তাঁকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তিহাড় জেলসূত্রে পাওয়া খবর অনুযায়ী সোমবারই আপ-সুপ্রিমোর রক্তে শর্করার মাত্রা দাঁড়িয়েছিল ৩২০।

আরও পড়ুন-ভোট পিছোনোর ইঙ্গিত

ফলে আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা এবং জেল কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়াল এবং কেসিআর-কন্যা কে কবিতার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ৭ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। পরের শুনানিতে তাঁদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার ব্যবস্থার নির্দেশ দিয়েছে আদালত।
লক্ষণীয়, আবগারি মামলায় ইডি হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই কেজরিওয়াল বারবার বলছিলেন, তিনি যেহেতু সুগারের রোগী তাই তাঁর বিশেষ যত্ন প্রয়োজন। জেলেও ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে তাঁর চিকিৎসার দাবি জানান তিনি। তাঁর আর্জি ছিল, অন্তত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া হোক তাঁকে। কিন্তু জেল কর্তৃপক্ষ গোড়াতেই জানিয়েছিল, কেজরির রক্তে সুগারের মাত্রা এবং রক্তচাপ মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে। হেফাজতে তাঁর ঠিকমতো যত্ন না নেওয়ার অভিযোগও উড়িয়ে দেয় তিহাড় কর্তৃপক্ষ। ইডি উল্টে যুক্তি দেখায়, সুগারের রোগী হওয়া সত্ত্বেও আম আর মিষ্টি খাচ্ছেন কেজরি। বাড়ি থেকে পাঠানো হচ্ছে আলুপুরি, মিষ্টি। স্বাভাবিকভাবেই সুগার বাড়ছে তাঁর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মেডিক্যাল-বেল নেওয়ার জন্যই এমন কৌশল নিচ্ছেন কেজরি। কেজরির স্ত্রী সুনেত্রা বারবারই স্বামীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। বিরোধী-জোটের মঞ্চে দাঁড়িয়ে তিনি রবিবার অভিযোগ করেন, জেলের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। একই অভিযোগ করেন মন্ত্রী অতিশি। এরপরেই নড়েচড়ে বসে তিহার জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-বেটি বচাও, বেটি পড়াও শুধু হোর্ডিংয়েই, ঘরে ঘরে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, ভোট চাওয়ার অধিকার নেই বিজেপির

শেষপর্যন্ত পারিবারিক চিকিৎসকের সঙ্গে তাঁকে প্রতিদিন কথা বলতে দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার রাউস অ্যাভিনিউ আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিলেও তাঁর শারীরিক পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় এইমস-কে। বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার ইনসুলিন দেওয়া হয় কেজরিকে। আপনেতা সৌরভ ভরদ্বাজের প্রতিক্রিয়া, প্রমাণিত হল, আমাদের মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছিলেন। কিন্তু তিহাড় কর্তৃপক্ষ হুমকি দিচ্ছিল তাঁকে।

Latest article