তিন মাস ধরে চলবে লোকসভা নির্বাচন। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষ তো ভোট দিতে যাচ্ছেন পাশাপাশি টানা প্রচারকার্য চালাচ্ছেন নেতা-নেত্রীরাও। রৌদ্রের প্রখর তাপে অসুস্থ হয়েও পড়ছেন তাঁরা। কিন্তু তাতে কী! সাত দফাতেই হবে ভোট! শুরু থেকেই এর চরম বিরোধীতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নির্বাচনী প্রচার মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে প্রচণ্ড গরমে জ্ঞান হারান কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন- বাংলায় কংগ্রেস-সিপিএম আসলে বিজেপির দোসর
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গড়করির দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি ৷ গ্রীষ্মের প্রচণ্ড গরমে নির্বাচনী প্রচার সত্যিই অসহনীয়।” একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন,” আজ ২৪ এপ্রিল, লোকসভা ভোটের সাত দফার নির্বাচন পয়লা জুন পর্যন্ত চলবে, ভাবতে পারেন ?”
Pray for quick and complete recovery of senior Union Minister and BJP leader Nitin Gadkari @nitin_gadkari. Electioneering in the scorching heat of this cruel summer is indeed unbearable. Today is 24 April, and, can you imagine, our 7-phase elections will continue till 1st…
— Mamata Banerjee (@MamataOfficial) April 24, 2024