আজ, বৃহস্পতিবার, বিহারের পটনার (Patna) গোলাম্বরের কাছে একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। আগুন নেভানোর কাজ ও উদ্ধারকাজ এখনও চলছে। প্রাথমিকভাবে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। পাটনার ডিএসপি কৃষ্ণ মুরারি এই বিষয়ে জানিয়েছেন, “৫-৬ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ৭ জনকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন-বড় বিশ্বাসঘাতক রয়েছে মেদিনীপুরেই! গদ্দারকে তুলোধনা দলনেত্রীর
স্টেশন রোডের কাছে পাল হোটেলে আজ হঠাৎ করেই আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে হোটেলে আটকে ছয়জন মারা গেছেন, ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। খুব দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু মানুষের হোটেলে আটকে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছেন তারা। হোটেলে এই অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আগুনের আগুনের পরিমান এতটাই ছিল গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।